জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সমাবেশ

অনলাইন ডেস্ক
জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন দাবিতে শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। শুক্রবার সকাল ১১টায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ, কেন্দ্রীয় কমিটির সভা প্রধান ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তাসলিমা আখতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান আশরাফ এবং গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক মিজানুর রহীম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক প্রবীর সাহা, অঞ্জন দাস, নুরুল ইসলাম, শামীম হোসেন, সাবিনা ইয়াসমিন, সিরাজুল ইসলাম, সোহেলা রুমিসহ আঞ্চলিক নেতৃবৃন্দ।

সমাবেশে সুলতান উদ্দীন আহমেদ বলেন, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠাায় প্রকৃত শ্রম সংস্কার ও গণতান্ত্রিক শ্রম আইনের বিকল্প নেই। তিনি বলেন, সারা দুনিয়ার মতো বাংলাদেশও প্রকট আয় বৈষম্যর শ্রমিকদের দুর্দশা বৃদ্ধির প্রধান কারণ। শ্রমিকের গুরুত্বপূর্ণ দাবি মর্যাদাপূর্ণ মজুরি, ট্রেড ইউনিয়ন অধিকার এবং শ্রমিকের অধিকার ও মঙ্গল নিশ্চিতে কমিশন সুপারিশ তৈরির কাজ করে যাচ্ছে। শ্রম সংস্কার প্রস্তাবনা যাতে বাস্তবায়ন হয় সেই বিষয়েও সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শ্রমিকের শ্রমের মূল্য ও মর্যাদা নিশ্চিতে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি।

তাসলিমা আখতার বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পোশাক শ্রমিকসহ শ্রমজীবির জান-জীবিকা-জবানের অধিকার নিশ্চিতে আইন পরিবর্তন ও শ্রম সংস্কার এখন সময়ের দাবি। সামনে শ্রম আইনের নতুন অধ্যাদেশ তৈরির কাজ হচ্ছে। আইএলও কনভেনশন অনুযায়ী মতপ্রকাশের স্বাধীনতা এবং শ্রমিকের ইউনিয়ন চর্চার বাধা দূর করার তাগিদও রয়েছে। অথচ বাংলাদেশে এখনও ইপিজেড এবং ইপিজেডের বাইরে ভিন্ন আইন হয়ে শ্রমিকদের মতপ্রকাশের স্বাধীনতা খর্বিত হচ্ছে, বৈষম্য বাড়ছে। এক দেশে দুই আইনের বদলে এক অভিন্ন গণতান্ত্রিক শ্রম আইন দাবি করেন বক্তারা এবং শ্রমিক স্বার্থে শ্রম আইন অধ্যাদেশ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights