জামালপুরে জাতির পিতার ম্যুরাল ‘অবিনশ্বর পিতা’ উদ্বোধন
জামালপুর প্রতিনিধি
জামালপুর পুলিশ লাইন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘অবিনশ্বর পিতা’ উদ্বোধন ও মাসিক পুলিশ বুলেটিনের মোড়ক উন্মোচন করা হয়েছে।
রবিবার বিকালে শহরের বেলটিয়া এলাকায় জামালপুর পুলিশ লাইন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘অবিনশ্বর পিতা’ উদ্ধোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এ সময় পুলিশের মাসিক বুলেটিনের মোড়কও উন্মোচন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জামালপুরের পুলিশ সুপার মো: কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এছাড়াও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো: মোজাফ্ফর হোসেন, জেলা প্রশাসক মো: ইমরান আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ জলিল প্রমুখ।