জামালপুরে ভোটে দুইজন, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় একজন নির্বাচিত
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে জামালপুরের তিন উপজেলার মধ্যে দেওয়ানগঞ্জে আবুল কালাম আজাদ এবং বকশীগঞ্জে নজরুল ইসলাম সাত্তার নির্বাচিত হয়েছেন। এছাড়াও ইসলামপুর উপজেলায় অ্যাডভোকেট আব্দুস ছালাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। অপরদিকে দেওয়ানগঞ্জ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুন্নী আক্তার নামে রূপান্তরিত এক নারী নির্বাচিত হয়েছে।
জামালপুর নির্বাচন অফিস সূত্রে জানাযায়, উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ইসলামপুর উপজেলায় চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় অ্যাডভোকেট আব্দুস ছালাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও দেওয়ানগঞ্জ উপজেলায় আবুল কালাম আজাদ ৩০ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: সোলায়মান হোসেন পেয়েছেন ২৫ হাজার ৮৯৮ ভোট। বকশীগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম সাত্তার ২৮ হাজার ৮৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রউফ তালুকদার পেয়েছেন ২৭ হাজার ৮০৯ ভোট।
অপরদিকে দেওয়ানগঞ্জ উপজেলায় মুন্নী আক্তার নামে রূপান্তরিত এক নারী মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২৩ হাজার ৭৬৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা: মাজেদা পেয়েছেন ২১ হাজার ১৮৪ ভোট।