জেলেনস্কিকে সমর্থন দিয়ে যা বললেন স্টারমার ও আলবানিজ যুক্তরাজ্যের
অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডার পর ইউক্রেনের প্রতি ‘নিরবচ্ছিন্ন সমর্থনের’ প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজও যতদিন প্রয়োজন ‘ইউক্রেনের পাশে থাকার’ ঘোষণা দিয়েছেন।
ওভাল অফিসে ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর শুক্রবার উভয় নেতার সঙ্গে কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
এ নিয়ে ডাউনিং স্ট্রিট কার্যালয়ের এক মুখপাত্র বলেন, “প্রধানমন্ত্রী শুক্রবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট জেলেনস্কি উভয়ের সঙ্গে কথা বলেছেন। তিনি ইউক্রেনের প্রতি নিরবচ্ছিন্ন সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। ইউক্রেনের জন্য সার্বভৌমত্ব ও নিরাপত্তার ভিত্তিতে একটি স্থায়ী শান্তির পথে অগ্রসর হওয়ার উপায় খুঁজে পেতে তার পক্ষে যা কিছু করা সম্ভব, তার সবই তিনি করছেন।”
এদিকে ট্রাম্প-জেলেনস্কি উত্তেজনাপূর্ণ বৈঠকের কয়েক ঘণ্টা পর শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বলেছেন, “ইউক্রেনের জনগণ শুধু নিজেদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করছে না, তারা আন্তর্জাতিক আইনের রক্ষার জন্যও লড়াই করছে।”
সিডনিতে সাংবাদিকদের সামনে আলবানিজ আরও বলেন, “যতদিন প্রয়োজন, ততদিন আমরা ইউক্রেনের পাশে দাঁড়াব। কারণ, এটি একটি গণতান্ত্রিক দেশ বনাম ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে কর্তৃত্ববাদী দেশের লড়াই। স্পষ্টতই তার উদ্দেশ্য কেবল ইউক্রেন নয়, সমগ্র অঞ্চলে সাম্রাজ্যবাদের বিস্তার।”
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করে, তখনও তীব্র নিন্দা জানিয়েছিল অস্ট্রেলিয়া।
ইউক্রেনকে ৯৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের যুদ্ধসহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে অস্ট্রেলিয়া। সূত্র: বিবিসি, এবিসি, নাইন নিউজ, এএফপি