ঝিনাইগাতীতে ৩৫ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

শেরপুর প্রতিনিধি

শেরপুর ঝিনাইগাতি উপজেলা বিএনপির ৩৫ নেতাকর্মীর নামে নাশকতার প্রস্ততি নেওয়ার অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় আজ ওই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দুইবারের উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশাসহ দুজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত অপরজন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদি হাসান মামুন।

অভিযুক্ত ৩৫ জনের মধ্যে ১৮ জনের নাম ঠিকানা পাওয়া গেছে, বাকিরা অজ্ঞাত। আজ সকালে বিএনপি নেতাকর্মীদের নামে পুলিশ এই মামলা করে। পুলিশের দাবি, বাদশার বাড়িতে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার প্রস্তুতি ও নাশকতা করার বৈঠক থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেছেন, সরকার রোজা, ঈদও মানছে না। আন্দোলনের ভয় আর আতংকে আবার গায়েবি মামলায় ভিন্নমত দমনের চেষ্টা করছে। পুলিশের অভিযোগ ডাহা মিথ্যা দাবি করেছেন এই নেতা।

পুলিশের দাবি ও এজাহার থেকে জানা গেছে, পুলিশ ওই বৈঠকের বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া গেছে। বৈঠক থেকে দুজনকে গ্রেফতার করা গেলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি নেতাকর্মীরা পালিয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি লাল রং এর কসটেপ দিয়ে পেছানো ককটেল সাদৃশ্য বস্তু, ৯০টি ইটের টুকরো, ১৫টি বাঁশের লাঠি পাওয়া গেছে।শেষ খবর পাওয়া পর্যন্ত আজ বিকালে ওই দুই নেতাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের জামিন নামঞ্জুর করে রিমান্ড শুনানির তারিখ দিয়ে জেল হাজতে প্রেরণ করেছেন বলে কোর্ট সূত্র জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ সোহেল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্য অভিযুক্তদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights