ঝিনাইদহে কৃষকের জমির ফসল নষ্ট করল দুর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে ৫ কৃষকের বাড়ন্ত পিয়াজ চারা নষ্ট করছে দুর্বৃত্তরা। ঘটনাটি উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামে ঘটেছে।

জানা গেছে, চলতি সপ্তাহের যে কোনো রাতের আঁধারে দুর্বৃত্তরা পচনশীল কীটনাশক ছিটিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পেঁয়াজ দানার বাজার চড়া হলেও এ বছর দাম ভাল পাওয়ার আশায় উপজেলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক পেঁয়াজ চাষে ঝুঁকেছে প্রান্তিক চাষীরা। প্রতি কেজি দানা জাতভেদে ৩ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।
খন্দকবাড়িয়া গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক মতিয়ার রহমান, আলী আহম্মদ, শাহাদত হোসেন, সাইফুল ইসলাম, সাব্দার আলী ও পাশ্ববর্তী উত্তর কচুয়া গ্রামের সাব্দার আলীর বাড়ন্ত পেঁয়াজ চারায় কে বা কাহারা বিষাক্ত কীটনাশক স্প্রে করেছে এখন পর্যন্ত তার সঠিক তথ্য জানা নেই। মঙ্গলবার দুপুরে বিষয়টি চাষীদের নজরে আসে। ক্ষতিগ্রস্থ শাহাদত হোসেন জানান, ৫ জনের মোট ২৪ কাঠা জমিতে পেঁয়াজ চাষের উদ্দেশ্যে বপনকৃত দানা নিধনের ফলে এ বছর তারা চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। এ ঘটনায় এলাকার অন্যান্য কৃষকের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কাচেরকোঁল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন জানান, মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি শুনেছি। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ঠাকুরদাস মন্ডল জানান, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights