ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় সুমন হোসেন (৩০) নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন। নিহত সুমন পেশায় একজন রাজমিস্ত্রী ও তেঁতলতলা ডাকাতিয়া গ্রামে এক নারী চাতাল শ্রমিকের ছেলে।

শুক্রবার সাড়ে ৬টার দিকে চুটলিয়া ও তেঁতুলতলা বাজারে এঘটনা ঘটে। স্থানীয়দের দাবী চুটলিয়া ও তেঁতুলতলা বাজারে পর্যন্ত প্রতিনিয়ত শত শত ট্রাক ও অবৈধ আলমসাধু রাস্তার দু’ধারে পার্কিং করে রাখার কারণে প্রায় এই সড়ক দুর্ঘটনা ঘটছে। তারা রাস্তা পরিস্কার রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা যায়, রাজ মিস্ত্রীর কাজ শেষে করে সুমন বাইসাইকেল যোগে শহর থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ঝিনাইদহ-যশোর মহাসড়কের চুটলিয়া নামকস্থানে পৌছানো মাত্রই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলেই সে মারা যায়। অপরদিকে এঘটনার দুর্ঘটনায় আধা কিলোদুরে তেঁতুলতলা বাজারে মোটরসাইকেল ও রাস্তায় থামিয়ে রাখা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে রাস্তার ছিটকিয়ে পড়ে মোটরসাইকেল থাকা অজ্ঞাত ৩ জন যুবক মারাত্বক আহত হয়। আশংকাজনক অবস্থায় স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে কালীগঞ্জ বারোবাজার হাইওয়ে থানার ওসিকে বারবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এসব ঘটনা দেখার দায়িত্ব হাইওয়ে পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights