টেকনাফে পলাতক আসামি গ্রেফতার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত যুবক হলেন- টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মহেশখালীয়া পাড়ার হাজী রশিদ আহাম্মদের ছেলে রিয়াজ উদ্দিন মোর্শেদ (১৯)।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামি নোয়াপাড়া এলাকায় অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অবগত হয়ে তাকে গ্রেফতারপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।