ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন না শি জিনপিং

অনলাইন ডেস্ক

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এ উপলক্ষে বর্ণীল এক অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা এই অনুষ্ঠানে অংশ নেবেন।

তবে সেই অনুষ্ঠানে যোগ দেবেন না চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। তার বদলে একজন উচ্চপদস্থ কর্মকর্তা অনুষ্ঠানে অংশ নেবেন বলে ট্রাম্পের ট্রানজিশন টিমকে জানিয়েছে বেইজিং। ট্রাম্পের দলের সঙ্গে বৈঠকও করবেন ওই কর্মকর্তা।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে সম্ভাব্য দুই ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে আছেন একজন ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, যিনি বিভিন্ন আনুষ্ঠানিকতায় শি জিনপিংয়ের প্রতিনিধিরূপে অংশগ্রহণ করেন। আরেকজন হতে পারেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

খবরে আরও বলা হয়, পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য ছাই চিই-কে প্রেরণ করার অনুরোধ করেছেন ট্রাম্পের উপদেষ্টারা। শি জিনপিংয়ের ডানহাত হিসেবে বিবেচিত এই ব্যক্তির প্রভাব হান বা ওয়াং এর চেয়ে অনেক বেশি বলে মনে করে থাকেন বিশ্লেষকরা।

এই বিষয়ে বক্তব্য জানার জন্য ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস ও ট্রাম্পের ট্রানজিশন টিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে কোনও পক্ষই তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে খবরে দাবি করা হয়।

গত মাসে নিজের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তবে, একে রাজনৈতিক কৌশল বলে ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। কারণ, যুক্তরাষ্ট্রের প্রধান ভূরাজনৈতিক প্রতিপক্ষের নেতাকে নিজেদের ভূখণ্ডে আমন্ত্রণ জানানোর মতো নজিরবিহীন ঘটনা এর আগে দেখা যায়নি।

এদিকে ট্রাম্প সোমবার বলেছেন, প্রতিনিধিদের মাধ্যম শি জিনপিংয়ের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। দ্বিতীয় মেয়াদে তাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights