ট্রাম্পের শিক্ষামন্ত্রী হলেন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের সহপ্রতিষ্ঠাতা

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন প্রশাসনে শিক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেছেন লিন্ডা ম্যাকমোহনকে। গতকাল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প লিন্ডা ম্যাকমোহনকে তাঁর প্রশাসনের শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগের জন্য মনোনীত করার ঘোষণা দেন।

লিন্ডা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সাবেক নির্বাহী। স্বামী ভিন্স ম্যাকমোহনের সঙ্গে যৌথভাবে তিনি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট গড়ে তোলেন।

বুধবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্প ট্রানজিশন লিন্ডা ম্যাকমোহনের কাজের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ম্যাকমোহন ‘দুর্দান্ত’ কাজ করছেন।

ট্রাম্পের বিশ্বাস লিন্ডা ম্যাকমোহন শিক্ষামন্ত্রী হিসেবেও প্রতিটি অঙ্গরাজ্যে ‘ইউনিভার্সাল স্কুল চয়েস’ ধারণাকে ছড়িয়ে দিতে প্রশংসনীয় কাজ করবেন। মা-বাবাদের তাদের পরিবারের শিক্ষাসংক্রান্ত বিষয়ে সবচেয়ে ভালো সিদ্ধান্তগুলো নেওয়ার ব্যাপারে দক্ষ করে তুলতে লিন্ডা নিরলস প্রচেষ্টা চালাবেন বলেও মনে করেন ট্রাম্প।

উল্লেখ্য, ইউনিভার্সাল স্কুল চয়েসের ধারণাটি হলো– আয় যেমনই হোক না কেন স্কুল বাছাইয়ের ক্ষেত্রে সব পরিবারকে সমান সুযোগ দেওয়া।

ট্রাম্প বলেন, ‘শিক্ষার দায়িত্ব অঙ্গরাজ্যের হাতে ফিরিয়ে আনব এবং লিন্ডা সেই প্রচেষ্টায় নেতৃত্ব দেবেন।’

এর আগেও লিন্ডা ম্যাকমোহন ট্রাম্পের প্রথম মেয়াদকালে তার মন্ত্রিপরিষদে কাজ করেছেন। তিনি ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে প্রশাসক হিসেবে কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights