‘ট্রাম্প ফের প্রেসিডেন্ট হলে আমেরিকার গণতন্ত্র শেষ হয়ে যেতে পারে’

অনলাইন ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প যদি ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে আমেরিকার গণতন্ত্র শেষ হয়ে যেতে পারে। ট্রাম্পের সাবেক তিন সহযোগী নারী স্থানীয় গণমাধ্যমে ‘তাদের জ্ঞানের’ আলোকে এই মন্ত্য করেছেন।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, এই নারীরা ট্রাম্পের শাসনের শেষ সময়েও তার সঙ্গে ছিলেন। তারা সবাই যুক্তরাষ্ট্রের হাউস কমিটির তদন্তে ২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টাতে ট্রাম্পের প্রচেষ্টা এবং কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গা নিয়ে সাক্ষ্য প্রদান করেন।

সারাহ ম্যাথিউস, ক্যাসিডি হাচিনসন এবং অ্যালিসা ফারাহ গ্রিফিন রবিবার টেলিভিশনে সাক্ষাৎকারে বলেন, ‍‘দ্বিতীয় ট্রাম্প প্রশাসন ঠেকানোর সময় ফুরিয়ে যাচ্ছে। ট্রাম্প যদি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে তার ব্যবহার আগের থেকেও খারাপ হবে।’
এবিসি টেলিভিশনে সাক্ষাৎকারে ট্রাম্পের সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউস বলেন, ‘জনগণের সাধারণত স্মৃতিশক্তি দুর্বল। তারা ট্রাম্প আমলের সেই বিশৃঙ্খলা ভুলে যেতে পারে। এই নারী ক্যাপিটল হিলে দাঙ্গার দিন পদত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights