ঠাণ্ডায় কাঁপছে উত্তর ভারত, ফ্লাইট বিলম্ব

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আজ ভোর ৫.৩০ মিনিটে দিল্লির তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, আজ সকাল ৮টায় বায়ুর মান সূচক (AQI) ২৬২ ছিল। শূন্য থেকে ৫০ এর মধ্যে একিউআই ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘সন্তোষজনক’, ১০১ থেকে ২০০ ‘মাঝারি’, ২০১ থেকে ৩০০ ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ ‘খুব খারাপ’ এবং ৪০১ থেকে ৫০০ ‘গুরুতর’ বলে বিবেচিত হয়।

তীব্র শীত থেকে বাঁচতে গৃহহীন মানুষ রাত্রিকালীন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। দিল্লি নগর আশ্রয় উন্নয়ন বোর্ড বিভিন্ন এলাকায় ২৩৫টি প্যাগোডা তাঁবু স্থাপন করেছে।

উত্তর প্রদেশের প্রয়াগরাজে, যেখানে মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে, আজ সকালে ঘন কুয়াশা দেখা গেছে। গঙ্গা, যমুনা এবং সরস্বতী; এই তিন নদীর পবিত্র সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করতে হাজার হাজার মানুষ সঙ্গমের ঘাটে সমবেত হয়েছেন।

আইএমডি অনুসারে, বৃহস্পতিবার ভোর ৫.৩০ মিনিটে প্রয়াগরাজের তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শহরজুড়ে শৈত্যপ্রবাহের প্রভাবে অযোধ্যার কিছু অংশ কুয়াশার পাতলা আস্তরণে ঢেকে গেছে।

আজ সকালে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার কিছু অংশেও ঘন কুয়াশা দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গে, সাঁইথিয়া জংশন রেলওয়ে স্টেশন এবং উত্তর ২৪ পরগনার কিছু অংশ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে।

ওড়িশার পুরীর কিছু অংশেও কুয়াশার ঘন আস্তরণে ঢাকা পড়েছে, শহরজুড়ে শৈত্যপ্রবাহের প্রভাবে।

কাশ্মীর উপত্যকায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। আজ সকাল ৫.৩০ মিনিটে শ্রীনগরে তাপমাত্রা মাইনাস ০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আইএমডি অনুসারে, ২৩ জানুয়ারী পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশ, দিল্লি এনসিআর এবং উত্তর রাজস্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights