ঢাবিতে ধর্ষণবিরোধী মঞ্চের ঘোষণা, কঠোর আন্দোলনের হুমকি

অনলাইন ডেস্ক
মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ শীর্ষক প্লাটফর্মের ঘোষণা দিয়েছেন নারী শিক্ষার্থীরা। এসময় ধর্ষকদের আদালতে উপস্থাপন করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা। এরমধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে সংগঠনটি।

শনিবার রাত ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এবং সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী রাফিয়া রেহনুমা হৃদি এ ঘোষণা দেন। তারা আরও ঘোষণা দেন, সারাদেশে ধর্ষণের বিচারের দাবিতে রবিবার সন্ধ্যা সাতটায় মশাল মিছিল করবেন তারা।

রাফিয়া রেহনুমা হৃদি বলেন, ‘আজকের কর্মসূচি থেকে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা করা হলো। যতক্ষণ পর্যন্ত মাগুরার ঘটনায় ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

তিনি আরও বলেন, ‘ধর্ষণের আসামিদের আদালতে হাজিরের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি। এরমধ্যে যদি ধর্ষকদের আদালতে তোলা না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দেব।’

এর আগে সারাদেশে ধর্ষণের ঘটনায় বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শিক্ষার্থীদের ঢল নামে। বিশ্ববিদ্যালয়ের নারী হল থেকে ছাত্রীরা নেমে আসেন। রাত ১২টার দিকে কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা মিছিল নিয়ে বের হন। এরপরে অন্যান্য নারী হলের শিক্ষার্থীরাও তাতে যুক্ত হন। তারা মিছিল নিয়ে হলপাড়াসহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় ছাত্ররাও তাদের সঙ্গে যুক্ত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights