ঢাবি উপাচার্যের দায়িত্ব বুঝে নিলেন অধ্যাপক মাকসুদ কামাল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৯তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

শনিবার সকাল ৯টায় উপাচার্য কার্যালয়ে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে দায়িত্ব হস্তান্তর করেন।

এর আগে গত ১৫ অক্টোবর রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১১ (২) অনুসারে এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মাকসুদ কামালকে পরবর্তী উপাচার্য হিসেবে মনোনীত করা হয়।
গত বৃহস্পতিবার নিজের সর্বশেষ কার্যদিন অতিবাহিত করেন সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ শনিবার তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ড. মাকসুদ কামাল। পরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সামাজিক ও রাজনৈতিক সংগঠন নতুন উপাচার্যকে ফুল দিয়ে বরণ করে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights