তফসিলকে স্বাগত জানিয়ে সিদ্ধিরগঞ্জে যুবলীগের আনন্দ মিছিল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের নেতাকর্মীরা।

সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির নেতৃত্বে আনন্দ মিছিল করে যুবলীগের নেতাকর্মীরা। পাশাপাশি তফসিলকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা রোধে নেতাকর্মীদের নিয়ে রাজপথে অবস্থানের ঘোষণা দেন তিনি।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর সুমিলপাড়া এলাকায় ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল শুরু হয়। পরে মিছিলটি সুমিলপাড়া, সোনামিয়াবাজার, আদমজী ইপিজেড রোড সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এসময় মিছিল থেকে নৌকা মার্কার ভোট চাওয়া হয় এবং বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদে বিভিন্ন ম্লোগান দেয়া হয়।
এ সময় মতিউর রহমান মতি জানান, এই তফসিলের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীসহ পুরো জাতি অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। আমাদের নেতা শামীম ওসমানের নির্দেশে তফসিলের পর আমরা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে আনন্দ মিছিল করেছি। তফসিলকে ঘিরে সিদ্ধিরগঞ্জে যেকোনো ধরনের নাশকতা রোধে আমরা সতর্ক অবস্থানে থাকব। আমাদের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সিদ্ধিরগঞ্জের পরিবেশকে শান্ত রাখতে সতর্ক থাকবে। যেকোনো ধরনের অপচেষ্টা কঠোর হাতে প্রতিহত করা হবে।

এ সময় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সদস্য খন্দকার মানিক মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি প্রকৌশলী লায়ন মো. ইউসুফ আলী মাসুদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জোবায়ের আলম হীরা, উপপ্রচার সম্পাদক ও নাসিক ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আকতার হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights