তিমির মুখে আটকে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সেই যুবক

অনলাইন ভার্সন
সমুদ্রে ছোট নৌকা নিয়ে ভেসে বেড়ানোর সময় হঠাৎ আদ্রিয়ান সিমানকাস নামে এক যুবককে মুখের ভেতর পুরো ফেলে বিশাল এক তিমি। তবে এর কয়েক সেকেন্ড পরেই তিমিটি ওই যুবককে মুখ থেকে বের করে দেয়। ভয়াবহ এ ঘটনাটি ধরা পড়ে তার বাবার নৌকায় থাকা ক্যামেরায়।

গত ৮ ফেব্রুয়ারি চিলির মেগাল্লান প্রণালীর সান এলসিদ্রো লাইটহাউজের কাছে আদ্রিয়ান ও তার বাবা আলাদা ছোট নৌকায় করে ঘুরছিলেন। তখনই তাকে মুখে পুরে নেয় একটি হাম্পব্যাক তিমি।

তবে ২৪ বছর বয়সী এই যুবকের কোনো ধরনের ক্ষতি হয়নি। কিন্তু একটি মুহূর্তের জন্য তার মনে হয়েছিল, তিনি মারা যাচ্ছেন।

আদ্রিয়ান মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, তিমি তাকে গিলে ফেলার পর কেমন ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন তিনি।

আদ্রিয়ান বলেন, আমি যখন পেছনে তাকাই, আমি আমার মুখে পাতলা কোনো কিছুর অনুভব করি। আমি গাঢ় নীল, সাদা রঙের মতো দেখতে পাই। ওই সময় পেছন থেকে কোনো কিছু এগিয়ে আসছিল এবং আমাকে ডুবিয়ে ফেলে। ওই মুহূর্তে, আমার মনে হচ্ছিল আমার কিছু করার নেই। আমি মারা যাব। আমি বুঝতে পারছিলাম না এটি কী।

পরনে লাইফ জ্যাকেট থাকায় এর কিছুক্ষণ পরই আবারও ভেসে ওঠেন তিনি। এরপর তাকে ডেকে নিজের কাছে নিয়ে আসেন তার বাবা এবং তাকে শান্ত থাকতে বলেন।

বন্যপ্রাণী বিজ্ঞানী ভানেসা পিরোত্তা বলেছেন, হাম্পব্যাক তিমিটি হয়ত ওই সময় মাছ অথবা চিংড়ি খাচ্ছিল। আর তার নৌকাটি সেগুলোর মাঝে পড়ে যায়। তাকে আসলে তিমিটি গিলে খায়নি। তিনি মাঝে পড়ে যান।

এই প্রাণী বিজ্ঞানী আরও বলেছেন, এই তিমি মানুষের আকার কোনো কিছু শিকার করে না। মানুষকে গ্রাস করার সক্ষমতা তাদের নেই। কারণ তিমির খাদ্যনালি সরু এবং তাদের দাঁত নেই।

সূত্র : সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights