তেজগাঁও বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
অনলাইন ডেস্ক
রাজধানীর তেজগাঁও মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। শনিবার বিকেলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে এবং সদস্য সচিব করা হয়েছে ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন।
এছাড়া ঢাকা অঞ্চলের সহকারী পরিচালকক মো. আনোয়ারুল হক, জোন-১ এর উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম ও তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজিম উদ্দিনকে এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।
শুক্রবার রাতে এফডিসি ঘেঁষা মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।