দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের প্রধান কোচের

অনলাইন ডেস্ক
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। সিরিজের প্রথম দুই ম্যাচেই কিউইদের কাছে বড় ব্যবধানে হেরেছেন বিরাট কোহলিরা। সিরিজে বাকি এখনো একটি ম্যাচ। এরপরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু ভারতের। অবশ্য এই সিরিজটি এই সময়ে হওয়ার কথা ছিল না। তবে, সম্প্রতি আলোচনা করে এই সূচি নির্ধারণ করে বিসিসিআই ও সিএসএ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮, ১০ ও ১৩ নভেম্বর। এরপর ২২ নভেম্বর থেকে শুরু গুরুত্বপূর্ণ বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ। তাই অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিকেই বেশি গুরুত্ব দিচ্ছে ভারত। সেই কারণে নিউজিল্যান্ড সিরিজ ও অস্ট্রেলিয়া সিরিজের মধ্যবর্তী সময়ে প্রধান কোচ গৌতম গম্ভীরকে আর কোথাও জড়াবে না বিসিসিআই। স্বল্প বিরতি নিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে টেস্ট দল নিয়ে উড়াল দেবেন গম্ভীর।

ফলে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি দলের সঙ্গে প্রয়োজন আরেকজন প্রধান কোচ। আপাতত ভিভিএস লক্ষ্মণ পাচ্ছেন এই দায়িত্ব। আগেও ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব সামলেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড-সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, তিলক ভার্মা, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, আর্শদীপ সিং, বিজয়কুমার বৈশাখ, আবেশ খান, যশ দয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights