দিনাজপুরে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে পেশাদার ছিনতাইকারী চক্রের একজন নারীসহ ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে পুলিশের চলমান বিশেষ অভিযানে শনিবার সন্ধ্যায় তাদের দিনাজপুর শহরের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।

রবিবার বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।

আটককৃতরা হলেন-দিনাজপুর শহরের রামনগর ইন্দ্রার মোড় এলাকার বাসিন্দা মৃত মিজানুর রহমানের ছেলে রেজভী আলম রাজ (২৩), উত্তর রামনগর এলাকার (মদিনা মসজিদ সংলগ্ন) বাসিন্দা মকবুল হোসেনের ছেলে সাইদ ইসলাম বাবু (৩১), রামনগর মামুনের মোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে রায়হান আলী প্রান্ত (১৯) ও রামনগর হিরাহার এলাকার আল আমিনের স্ত্রী ফেন্সিআরা বেগম (২৩)। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ লুন্ঠিত স্বর্ণের অলংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সন্ধ্যা হলেই তারা বাইক নিয়ে শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়ে বিভিন্ন মানুষের পিছু নিয়ে নির্জনে গিয়ে স্বর্ণ, মোবাইল, টাকা, ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত। ঈদকে সামনে রেখে তারা আরো বেপরোয়া হয়ে উঠেছিল। তাদের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপ ও নারী দিয়ে ফাঁদ পেতে ব্লাকমেইলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

রবিবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, দিনাজপুর শহরে সম্প্রতি ঘটে যাওয়া পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় শনিবার রাতে ছিনতাইচক্রের ৪জন সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত মালামালসহ ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights