ধান পাকলেই ঘরে তোলার পরামর্শ কৃষি বিভাগের

ময়মনসিংহ প্রতিনিধি

চলতি বছর ময়মনসিংহ জেলায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। ইতিমধ্যে উৎপাদনের প্রায় ৬৪ ভাগ বোরো ধান কাটা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যেই সকল কৃষকরা বোরো ধান ঘরে তুলতে পারবে। তবে ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় ধান পাকা মাত্রই দ্রুত সময়ের মধ্যে কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।

ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বছরে এ জেলায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৬২ হাজার ৫৫০ হেক্টর। কিন্তু চাষ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯৮৬ হেক্টর জমি। অপরদিকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১১ লাখ ১২ হাজার ৫১৮ মেট্রিক টন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতিউজ্জামান জানান, এবছর প্রাকৃতিক দুর্যোগে বোরো চাষিদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আশা করছি বাকি ফসলও ঘরে তুলতে তেমন অসুবিধা হবে না। তবে ধান পাকার সাথে সাথে ঘরে তুলতে হবে। নয়তো প্রাকৃতিক কারণে কিছুটা ঝুঁকি থেকেই যায়।
তিনি জানান, এ বছর জেলার ১৩ উপজেলার মধ্যে সদর উপজেলায় ৮৫ হাজার ৮৪৩, মুক্তাগাছায় ৮০ হাজার ৮৩৪, ফুলবাড়িয়ায় ৮৬ হাজার ৬৪৬, ত্রিশালে ৮৩ হাজার ২১৬, ভালুকায় ৭৪ হাজার ৫১৬, গফরগাঁওয়ে ৮৪ হাজার ২৯৭, নান্দাইলে ৮৯ হাজার ৯৬৪, ঈশ্বরগঞ্জে ৮১ হাজার ১৭৩, গৌরীপুরে ৮৫ হাজার ৭৩৭, তারাকান্দায় ৯০ হাজার ৭১৬, ফুলপুরে ৯৭ হাজার ৯৪৬, হালুয়াঘাটে ১ লাখ ৬ হাজার ২৩ এবং ধোবাউড়া উপজেলায় ৬৫ হাজার ৬০৭ মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।

ময়মনসিংহ সদর উপজেলার দিঘারকান্দা এলাকার কৃষক আমানত উল্লাহ বলেন, এ মৌসুমে বৈরী আবহাওয়ার প্রভাব না থাকায় ফলন বেশ ভাল হয়েছে। কাঠা প্রতি ৫ মণ ধান উৎপাদনে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করে তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চাষাবাদের খরচের বিপরীতে ধানের ক্রয় মূল্য অনুযায়ী ধান বিক্রিতেও এবার লাভবান হবেন কৃষকরা। কারণ এবছর কৃষকের কাছ থেকে ধানের ক্রয় মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকার চলতি বছরে ৪ লাখ মেট্রিক টন ধান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights