নবীনগর ও কসবায় মাদকসহ তিন যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন ধরনের মাদকসহ তিনজন গ্রেফতার হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা সবাই যুবক বয়সী। জব্দ করা বিভিন্ন মাদক ভারত থেকে অবৈধভাবে আসা। এসব ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ভোরে নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের দাস পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিল, ৯৬ বোতল মদ ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় অপু মিয়া (২৪) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, রবিবার রাতে কসবা পৌর এলাকার মরাপুকুর পাড় নামক স্থানে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবাসহ আশরাফুল ইসলাম (২২) ও গোলাম জিলানী (২৩) নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights