নারায়ণগঞ্জে ৫ ইটভাটার ৩ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ বন্দরে বায়ু দূষণ বন্ধে পরিবেশ অধিদফতরের উদ্যোগে অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটাকে তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেসার্স মায়ের দোয়া ব্রিকসকে ৫০ হাজার টাকা, মেসার্স আল মদিনা ব্রিকসকে ৫০ হাজার টাকা, মেসার্স নারায়ণগঞ্জ ব্রিকসকে ৩০ হাজার টাকা, মেসার্স থ্রি স্টার ব্রিকসকে ৭৫ হাজার টাকা ও মেসার্স হাজী অটো ব্রিকসকে এক লাখ টাকা সহ পাঁচটি ইটভাটাকে তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান বলেন, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা অথবা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহায়তায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদফতরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights