নিষেধাজ্ঞা দিয়ে মার্কিনিরা কোন দেশেই সফল হতে পারেনি : পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, নিষেধাজ্ঞা দিয়ে মার্কিনিরা কোন দেশেই সফল হতে পারেনি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে আমাদের সুন্দর আলোচনা হয়েছে। যে সাংবাদিক লিখেছেন আলোচনা মাঝপথে থেমে গিয়েছিল সে মিথ্যাবাদী সাংবাদিক, সে আহাম্মকের সঙ্গে আছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক খাদ্য সচিবের অর্থ বাজেয়াপ্ত হবার খবরটি সঠিক জানা নাই, হলে দুঃখজনক।