“নীল আকাশের পাড়ে”
কবি– হাসিনা মরিয়ম
সেদিন ও এমন অঝোর ধারায় বৃষ্টি ঝরেছিল
সেদিনও গুমোটে ঘোলাটে ছিল আকাশ
সেদিন তুমি ছিলে পাশে
আজ তুমি নেই…
সেদিনও আমরা এমনই শরৎ এর আবাহনে
কাশফুলের মাঝে বিচরণ করেছি,
দুজনে কাশফুলে নিজেদের হারিয়ে ফেলেছি,
ধবল সাদা পালকের মত ফুলগুলো
মদির ভাল লাগা তৈরী করে…
ঠিক যেমন আমাদের দুজনের মখমলি স্বপ্নগুলো
উড়িয়ে দিয়েছি আমাদের স্বপ্নের আকাশে..
শাড়ীর আচঁল টেনে তুমি আমায় বললে
কাছে থাকো দূরে যেওনা…
ভয় হয় যদি হারিয়ে ফেলি তোমাকে..
আজ তোমার ভয় করছে না
আমার থেকে দূরে থেকে…
আজও কি তোমার মনে পড়ে সেদিনের কথা..
আকাশের ধ্রুবতারা কে সাক্ষী রেখে
আমরা দুজন বলেছি ভালবাসি ভালবাসি,
মনে পড়ে তোমার…
একবারও মনে পড়েনা তোমার সেদিনের কথা
হাত ধরে পাশাপাশি হেঁটেছি গন্তব্যহীন ভাবে..
তুমি বলতে তোমার হাত ধরে ঐ আকাশটাকে
ছুয়ে দিতে পারি আমি…
শুধু তুমি আমার হয়ে থেকো…
আমি এখনও তোমার হয়েই আছি
শুধু তুমি হয়ে গেছো হয়তো কারো…।।