পাঁচবিবিতে মৌমাছির কামড়ে একজনের মৃত্যু
মোঃ উমর ফারুক, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে মৌমাছির কামড়ে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিনধারা গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে আলহাজ আলী আজগর চৌধুরী (৬০) বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মসজিদের সামনে ঝাড়ু দিচ্ছিলেন,
এ সময় ওখানে থাকা একটি মৌমাছির চাকে চিলে থাবা মারে, সঙ্গে সঙ্গেই মৌমাছি আলী আজগর চৌধুরীকে কামড়িয়ে ধরে,
সেখান থেকে এলাকাবাসী উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নিয়ে আসে, পথিমধ্যেই তার মৃত্যু হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ সাবরিনা শিলা।
এ বিষয়ে অত্র এলাকার সাবেক চেয়ারম্যান শাহিন চৌধুরি সাথে কথা হলে তিনি ঘটনার বিবরণ জানান।