পানি অপসারণের পর যা দেখা গেল

নিজস্ব প্রতিবেদক

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ ঘটনার পরই সন্ধান মেলে একটি ভবনের নিচে আরও কয়েক তলা ফ্লোরের। অনেকে এই আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর আছে বলে সন্দেহ পোষণ করেন। সেই রহস্য উন্মোচনে ফায়ার সার্ভিসের তিনটি সেচ ইউনিট পানি অপসারণ করেছে। অপসারণের পর বেজমেন্টে কিছুই দেখা গেল না। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি। গতকাল সরেজমিনে এমন চিত্রই দেখা গেল। সরেজমিনে দেখা গেছে, ভবনের নিচে থেকে সেচযন্ত্রের মাধ্যমে তোলা হয়েছে পানি। আন্ডারগ্রাউন্ডে মানুষের পুরোনো কাপড়, পলিথিন, আবর্জনা ও ভাঙা ইটের টুকরো দেখা গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেচযন্ত্রের মাধ্যমে এই পানি অপসারণ করে। নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে সেচযন্ত্রের সাহায্যে পানি তুলে ধানমন্ডি লেকে ফেলা হয়।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভবনটির আন্ডারগ্রাউন্ড থেকে পানি অপসারণ করে ফায়ার সার্ভিস। ওই সময় দেখা যায় বিল্ডিংয়ের বেজমেন্টে উৎসুক মানুষের ভিড়। নানা বয়সের নারী-পুরুষ সেখানে আসছেন এবং ঘুরে দেখে চলে যাচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, বেজমেন্টে পুরনো কাপড় ও ভাঙা ইট। উৎসুক মানুষের ভিড়ে থাকা মাসুম নামের এক প্রত্যক্ষদর্শী জানান, এখানে ‘আয়নাঘর’ আছে। এখানে পানির নিচে অনেক ঘর আছে, মানুষের ব্যবহার করা জিনিসপত্র পাওয়া গেছে বলে শুনেছি। তাই দেখতে এসেছি। তবে কিছুই দেখতে পেলাম না।

রাজউক সূত্রে জানা যায়, নির্মাণাধীন এই ভবনটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে দুটি বেজমেন্টসহ পাঁচ তলার অনুমোদন নেওয়া হয়েছে। এই ভবনটি লাইব্রেরি হিসেবে অনুমোদন করা হয়েছে। সর্বশেষ দুটি বেজমেন্টসহ এক তলার ছাদ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে প্রতিবাদস্বরূপ ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে উপস্থিত হন বিক্ষুব্ধরা। সেই ভবনের কয়েক তলা বেজমেন্ট দেখতে পান তারা।

তার মধ্যে দুই তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয়, নিচে আরও কয়েকটি তলা রয়েছে। সেখানে আয়নাঘর থাকতে পারে। সেই ধারণা থেকে পানি অপসারণ করে ফায়ার সার্ভিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights