পাবিপ্রবি’র প্রো-ভিসি, ট্রেজারার, প্রক্টরের পদত্যাগ

পাবনা প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান, ট্রেজারার ড. কেএম সালাহ উদ্দিন ও প্রক্টও ড. কামাল হোসেন পদত্যাগ করেছেন। এছাড়াও প্রশাসনিক বিভিন্ন পদে রদবদল করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র জমা দেন প্রো-ভিসি ও টেজারার।

এদিকে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ড. কামাল হোসেনসহ পুরো প্রক্টরিয়াল বডিতে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বিজন কুমার ভ্রম্য জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে প্রোভিসি ও ট্রেজারার স্যাররা ব্যক্তিগ ও পারিবারিক কারণ দেখিয়ে এই পদত্যাগপত্র জমা দেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ড. কামাল হোসেনসহ পুরো প্রক্টরিয়াল বডিতে পরিবর্তন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে গণিত বিভাগের শিক্ষক একরামুল ইসলামকে। একই সাথে ইন্টারন্যাশনাল কমিনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ইমরান হোসেনকে ছাত্র উপদেষ্টা, ডরমেটরী প্রশাসক বাংলা বিভাগের শিক্ষক আরিফ উবায়দুল্লাহ এবং পরিবহন প্রশাসক হিসেবে ড. কামরুজ্জামানকে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান ২০২২ সালের ১৬ এপ্রিল এ পদে যোগদান করেন এবং ট্রেজারার ড. কেএম সালাহ উদ্দিন ২০২২ সালের ৮ সেপ্টেম্বর ট্রেজারার পদে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights