পিবিআই’র প্রেস রিলিজ গাইডলাইন ও ভিডিও এডিটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
অনলাইন প্রতিবেদক
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রায়ই পুলিশের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মশালার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় রাজধানীতে পিবিআই দক্ষিণের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে প্রেস রিলিজ গাইডলাইনস ও ভিডিও এডিটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার পিবিআই ঢাকা দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় পুলিশ কর্মকর্তারা অংশ নেন। এসময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রতিদিনের অনলাইন বিভাগের ইনচার্জ শামছুল হক রাসেল। এছাড়া আলোচক হিসেবে অংশ নেন কালি কালেকটিভ ডকুমেন্টারি ফটোগ্রাফার এন্ড ফিল্মমেকারের ফাউন্ডার মেম্বার রেজোয়ানা চৌধুরী জিনিয়া।
কর্মশালায় চাঞ্চল্যকর ঘটনাসহ বিভিন্ন তথ্য মিডিয়ায় প্রকাশের জন্য ‘প্রেস রিলিজ গাইডলাইনস ও ভিডিও এডিটিং বিষয়ক কর্মসূচি’ শীর্ষক আলোচনার উপর গুরুত্বারোপ করা হয়। আলোচকরা প্রেস রিলিজ কিভাবে সাজাতে হয়, কোন বিষয়টি ফোকাসে আনতে হয় এবং কিভাবে মিডিয়ার সাথে সমন্বয়কের ভূমিকা রাখতে হয় তা তুলে ধরেন। একইসঙ্গে তথ্য প্রদান, পরিবেশন, শিরোনাম, নারী বিষয়ক ভিকটিম, ছবি প্রকাশ ও ভুল বা সঠিক তথ্য প্রকাশ সংক্রান্ত আলোচনা করা হয়। এছাড়া যেকোনো ঘটনা নিয়ে ভিডিও ধারণ সংক্রান্ত্র ধারণাও দেয়া হয়।