পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ভোটের চিত্র

পিরোজপুর প্রতিনিধি

গত ২৯ মে তৃতীয় ধাপ উপজেলা পরিষদ নির্বাচনে মঠবাড়িয়া উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে তা স্থগিত করা হয়, যা আজ ৯ জুন অনুষ্ঠিত হচ্ছে।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মঠবাড়িয়া উপজেলায় ১টি পৌরসভা ১১টি ইউনিয়নের ২ লাখ ২৬ হাজার ২২০ জন ভোটার ৮৮টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৪ হাজার ৬৬৯ জন এবং নারী ভোটার ১ লাখ ১১ হাজার ৫৫০ জন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রির্টার্নি অফিসার মাধুবী রায় জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ, বিজিবি, সাদা পোশাকের পুলিশসহ পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights