পুকুর খননকালে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

পুকুর খনন করার সময় দিনাজপুরের বিরলে একটি কষ্টিপাথরের বিষ্ণু মুর্তি উদ্ধার করেছে পুলিশ। বিষ্ণু মূর্তিটি প্রায় ২ কোটি টাকা দাম বলে সংশ্লিষ্টদের দাবি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে বিরল উপজেলার আজিমপুর ইউপির কুচিলাপুকুর গ্রামের আসাদুল ইসলামের বাড়ি থেকে বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে পুলিশ।

আজিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল চৌধুরী মুর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে আজিমপুর ইউপির জামতলী বাজারের পার্শ্বে পুকুর খনন করার সময় কষ্টিপাথরের ওই মূর্তিটি পাওয়া যায়।
তিনি আরও জানান, পরবর্তীতে বিরল থানায় খবর দিলে মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শাহাজাদ হোসেনসহ সংগীয় ফোর্স নিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights