প্রতিশ্রুতি বাস্তবায়নে সচেষ্ট থাকার ঘোষণা খোকন সেরনিয়াবাতের
নিজস্ব প্রতিবেদক, বরিশাল :
নতুন বরিশাল বিনির্মাণ এবং বরিশাল নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সহযোগীতা করায় বরিশালবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন বেসরকারিভাবে নির্বাচিত আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। তিনি বলেন, ‘দায়িত্ব নিয়ে প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নে সচেষ্ট থাকবেন। নতুন বরিশাল গড়ার অঙ্গীকার, জয় হোক শেখ হাসিনার।’
সোমবার রাতে নগরীর সদর রোডের প্রধান নির্বাচন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খোকন সেরনিয়াবাত বরিশাল সিটিতে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। একইসঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট সকল দলীয় কর্মী, আইন শৃঙ্খলা বাহিনী এবং গনমাধ্যম কর্মীদেরও ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর করির নানক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রিয় কমিটির সদস্য গোলাম কবির রব্বানী চিনু, ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইছাহাক আলী খান পান্না, সংসদ সদস্য পংকজ নাথ এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নৌকা প্রতীকে ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পেয়েছেন ৩৩ হাজার ৮২৮ ভোট। অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৩ হাজার ৯৮০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন খোকন সেরনিয়াবাত। সোমবার রাত সাড়ে ৯টায় বিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির এই ফল ঘোষণা করেন।