প্রেমিকার জানালার পাশে পড়েছিলো কলেজছাত্রের লাশ
নিজস্ব প্রতিবেদক, যশোর
গভীর রাতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে যশোরে ইলিয়াস হোসেন (১৯) নামের এক কলেজছাত্র হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত তিনটার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের দফাদারপাড়ায় এ ঘটনা ঘটে।
ইলিয়াস হোসেনের এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তবে প্রেমিকা লুইস পারভীন লিয়া দাবি করেছেন, ইলিয়াস হোসেন আত্মহত্যা করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য লুইস পারভীন লিয়াকে হেফাজতে নিয়েছে।
এলাকাবাসী জানায়, দফাদারপাড়ার ফারুক হোসেনের ছেলে ইলিয়াসের সঙ্গে প্রতিবেশী আয়নাল হকের মেয়ে লিয়ার তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মেয়ের পরিবারের পক্ষ থেকে বিষয়টি মেনে নিচ্ছিল না। শনিবার রাত তিনটার দিকে লিয়া মোবাইল ফোনে ইলিয়াসের মামাতো ভাই ইয়াসিনকে ইলিয়াসের আত্মহত্যার খবর জানায়। সাথে সাথে ইয়াসিন (দশম শ্রেণির ছাত্র) তার এক বন্ধুকে নিয়ে লিয়ার বাড়ির জানালার পাশে ইয়াসিনের লাশ পড়ে থাকতে দেখে। এরপর নিহতের বাড়িতে ইলিয়াসের মৃত্যুর খবর জানায় সে।
ইলিয়াসের বাবা ফারুক হোসেন দাবি করেছেন, আয়নাল ও তার পরিবারের সদস্যরা তার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করেছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন। তবে লুইস পারভীন লিয়া দাবি করেন, পরিবারের সম্মতি না থাকায় সম্প্রতি তিনি ইলিয়াসের সঙ্গে ব্রেকআপ করেন। গতরাতে ইলিয়াস তাদের বাড়ির জানালায় যান। তিনি লিয়াকে বলেন যে, লিয়াকে ছাড়া তিনি বাঁচবেন না। এক পর্যায়ে লিয়ার গলা থেকে ওড়না টেনে নিয়ে জানালার গ্রিলের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য লুইস পারভীন লিয়াকে হেফাজতে নেওয়া হয়েছে বলেও তিনি জানান। নিহত ইলিয়াস যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল আমজামতলা মডেল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আর লিয়া ঝিকরগাছার গঙ্গনন্দপুর কলেজের শিক্ষার্থী।