ফরিদপুরে ফেনসিডিলসহ পিকআপ জব্দ, আটক যুবক
ফরিদপুরে ফেনসিডিলসহ মো. হাসান আলী (২৫) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৮। এসময় তার কাছে থাকা ২’শ ৫২ বোতল ফেনসিডিল, মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ এবং সিমকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ফরিদপুর র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক কারবারি মাগুরা জেলা হতে ফেনসিডিলের একটি চালান নিয়ে পিকআপযোগে ফরিদপুরের উদ্দেশ্য রওনা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় নামক এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এসময় মো. হাসান আলী নামে এক যুবকের কাছে থাকা ২’শ ৫২ বোতল ফেনসিডিল, মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ এবং সীমকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ফরিদপুর র্যাব-০৮ এর কোম্পানি কমান্ডার মো. শহিদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আটককৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।