ফেনীতে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

ফেনী প্রতিনিধি

জুলাই-আগস্টের স্মৃতি বিজড়িত নানান দৃশ্য, দেশবরেণ্য লেখকদের গ্রন্থ, শিবিরের নানান বই-পুস্তক, ক্যালেন্ডার, ডায়েরি ও আওয়ামী শাসনামলের দীর্ঘদিনের নিপীড়ন-নির্যাতনের বিভিন্ন ব্যানার-ফেস্টুন শোভা পেয়েছে এই প্রকাশনা উৎসবে। বুধবার সকালে জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ফেনী শহর ছাত্রশিবিরের আয়োজনে ২ দিনব্যাপী এই প্রকাশনা উৎসব (২০২৫) এর উদ্বোধন করা হয়েছে।

ফেনী জেলা জামায়াতের ইসলামির আমির ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মুফতি আব্দুল হান্নান ফিতা কেটে প্রকাশনী উৎসবে শুভ উদ্বোধন করেন। এ সময় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষদেরও ঘুরে ঘুরে প্রকাশনা উৎসবের স্টলসমূহ পরিদর্শন করতে দেখা যায়।
নতুন বাংলাদেশে তরুণ প্রজন্মের কাছে ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম তুলে ধরতেই এমন আয়োজন করা হয়েছ বলে জানান নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির জেলা সভাপতি আবু হানিফ হেলাল, সেক্রেটারি ইমাম হোসেন আরমান, সাবেক ফেনী শহর সভাপতি ইসমাইল হোসেন, শহর সভাপতি ওমর ফারুক, সেক্রেটারী শফিকুল ইসলাম, ফেনী কলেজ সভাপতি মু. ইউনুস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights