ফেসবুক লাইভে এসে ছাত্রলীগ নেতার আত্মহত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনশ্রী এলাকার একটি বাসায় ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা চেষ্টা করেন রামপুরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ ফরিদ (২৬)। বিষয়টি ডিবির সাইবার ক্রাইম টিমের নজরে আসে। সেখান থেকে এক কর্মকর্তা দ্রুত রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান।
রবিবার রাত আনুমানিক ১০ টার দিকে ঘটনাটি ঘটে।
বিষয়টি শুনে তাৎক্ষানিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বনশ্রী সি ব্লকের বাসার নিচতলা থেকে দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। ওসি বলেন, ঐ যুবক রামপুরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ ফরিদ (২৬)। তার বাবার নাম সাইফুল্লাহ। ওসি আরো জানান, চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশংকা মুক্ত নয়, চিকিসাধীন রয়েছেন।
দাম্পত্য কলহ, না অন্য কোন কারণে তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন তা তদন্তের পর জানা যাবে বলেও উল্লেখ করেন ওসি।