ফ্যাসিবাদি ব্যবস্থা দূরীকরণে পিআর পদ্ধতির বিকল্প নেই: আতিকুর রহমান
লক্ষ্মীপুর প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারি মহাসচিব কে এম আতিকুর রহমান বলেছেন, বিগত সরকার তার ফ্যাসিবাদি ব্যবস্থা দিয়ে মানুষদেরকে কোনঠাসা করে রেখেছিল এবং এখনো কেউ কেউ ফ্যাসিবাদি পদ্ধতিতে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে। এমন অবস্থায় এই ব্যবস্থা দূরীকরণের জন্য প্রয়োজন পিআর পদ্ধতিতে নির্বাচন। যেখানে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ স্বস্তি ফিরে পাবে।
শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর শহরস্থ সৈয়দ ফজলুল করীম ইসলামিক রিসার্চ সেন্টার মিলনায়তনে মজলিসে শুরার অধিবেশনে তিনি এসব কথা বলেন। জেলা সভাপতি আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন (অব.) মুহা. ইব্রাহিম এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাও. মহিউদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যান সম্পাদক মাওলানা এ বি এম জাকারিয়া। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন (অব.) মুহাঃ ইব্রাহিম, সহ-সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন, সহ-সভাপতি মাওলানা মহিউদ্দিন ও সেক্রেটারি পদে মাওলানা জহির উদ্দিন এর নাম ঘোষণা করা হয়।
এসময় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ সেক্রেটারি হা. লোকমান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, বাংলাদেশ মুজাহিদ কমিটির ছদর আলহাজ্ব রেজাউল করিম সেলিম আটিয়া, শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি ডা. নাছির আহমেদ, যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মাওঃ মোখলেসুর রহমান, ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মুহা. ইউনুস খাঁন সহ জেলার শুরা সদস্যবৃন্দ।