বগুড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দাদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ

বগুড়ার শেরপুরে আদিবাসীদের সঙ্গে গ্রামবাসীর ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর বিশজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহতরা হলেন- আম্বইল গ্রামের নুরুন্নবী সরকার, একই গ্রামের আবু সাঈদ, ফজলুল হক, জুয়েল সরকার, নুর হোসেন, আব্দুল বারিক, জসিম উদ্দিন সরকার, হায়দার আলী, মিলন সরকার, ফারুক হোসেন, আসফদৌল্লা খান, টুটুল মিয়া, নাদু সিং, প্রদীপ সিং, জাম্পু মেম্বার, জিরেন সিং, শান্ত সিং, রফিক মেম্বার, সন্তোষ সিং, গজেন সিং, নয়ন সিং, অর্জন সিং, কৃষ্ণ সিং, পরী সিং, সুকুমার সিং, সোহানা সিং ও দিলীপ সিং।
এছাড়া অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাওয়ায় তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল মৌজায় শতবিঘা জমির মালিকা নিয়ে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও চার গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছে। এমনকি ওইসব জমির দখলকে কেন্দ্র করে আদালতে একাধিক মামলাও বিচারাধীন রয়েছে। এরমধ্যে বিবাদমান চার বিঘা জমি সোলায়মান আলী মাস্টার নিজের মালিকানা দাবি করে বসেন। এমন কি ওইসব জমিতে রবিবার সকালে তিনি গ্রামের লোকজন নিয়ে বোরো ধানের চারা লাগাতে শুরু করেন। আর এই খবর পেয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের বাধা দেন। পরে উভয়পক্ষের মধ্যে শুরু হয় তুমুল সংঘর্ষ। সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় ভয়াবহ এই রক্তক্ষয়ী সংঘর্ষ চলে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেইসঙ্গে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। সেই সঙ্গে উভয়পক্ষকে শান্ত করে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights