বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিল ও সমাবেশ

বগুড়ায় কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট জেলা শাখা। শুক্রবার বেলা ১১ টায় শহরের সাতমাথায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট জেলার নেতা ও সিপিবি জেলার সম্পাদক কমরেড প্রভাষক এনামুল হক মুকুল। এতে বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ফরিদ, বাসদের জেলা সদস্য সচিব কমরেড অ্যাডভোকেট দিলরুবা নূরী, সিপিবি জেলা সম্পাদক সন্তোষ কুমার পাল, বাসদ জেলার সদস্য সাইফুজ্জামান টুটুলসহ প্রমুখ। সভা সঞ্চালনা করেণ বাসদ জেলা সদস্য শ্যামল বর্মন।

সমাবেশে সভাপতির বক্তব্যে কমরেড আমিনুল ফরিদ বলেন, ৩০ ডিসেম্বর ২০১৮ কথিত নির্বাচনের পর এদেশে নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থা বলে কিছু আর অবশিষ্ট নেই। সরকারি দল আওয়ামী লীগের ভোট ডাকাতির সহযোগী হিসাবে নির্বাচন কমিশনও তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। সরকার ও সরকারি দলের কোনো অন্যায়, অপরাধ এবং দেশ ও জনগণের স্বার্থবিরোধী কোনো তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে পারে এমন কোনো প্রতিষ্ঠান অবশিষ্ঠ রাখা হয়নি। বিচার ব্যবস্থাসহ সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে দুর্বল ও অকার্যকর করে ফেলা হয়েছে।

সমাবেশে বলা হয়, আওয়ামী দুঃশাসনে দেশে আজ চুরি, দুর্নীতি, লুণ্ঠন, অর্থপাচার, চাঁদাবাজি, জবরদখল, দলীয়করণ, স্বেচ্ছাচারিতা; অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। সন্ত্রাস, অপহরণ, হত্যা, খুন, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, সামাজিক অনাচারের রোমহর্ষক ঘটনাবলি বেড়েই চলছে। দুঃশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার লক্ষ্যে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights