বগুড়ায় যুবলীগের সাধারণ সম্পাদকের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শিক্ষক আব্দুস সালামকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে গোসাইবাড়ী বাজারের রূপালী ব্যাংকের সামনে এই হামলার ঘটনা ঘটে। এঘটনায় শুক্রবার রাতে ওই যুবলীগ নেতা বাদী হয়ে গোসাইবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিকসহ ৭ জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

যুবলীগ নেতা আব্দুস সালাম বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক এমপি হাবিবর রহমানের ছেলে ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনির পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছি। এ কারণে প্রতিপক্ষ প্রার্থীর পক্ষ নিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে ছাত্রলীগ নেতা আশিকের নেতৃত্বে ৫-৬ জন যুবক প্রকাশ্যে অতর্কিতভাবে আমাকে মারধর করে।
এঘটনায় গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহুরি গ্রামের আইনুল হক ব্যাপারীর ছেলে গোসাইবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক (২৩), একই গ্রামের আলী আজগরের ছেলে সাব্বির (২০), নজরুল ইসলামের ছেলে সাগর (১৯), মাফু কালামের ছেলে সজিবসহ ৭ জনকে আসামি করে ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান ওই যুবলীগ নেতা।

তবে গোসাইবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিক ঘটনার সত্যতা অস্বীকার করে জানায়, তাকে কোন হামলা করা হয়নি। এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, মারধরের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights