বনানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
অনলাইন ডেস্ক
রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। কারখানা বন্ধের প্রতিবাদে রাস্তা অবরোধের ফলে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিক্ষোভ শুরু করে পোশাক শ্রমিকরা। তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষজনকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, শ্রমিকদের না জানিয়ে বিনা নোটিশে বনানীর একটি গার্মেন্টস বন্ধ করে দেওয়ায় সড়কে নেমে অবস্থান নিয়েছে প্রায় চারশ পোশাক শ্রমিক। সকাল সাড়ে আটটার দিকে তারা এই অবস্থান নেয়। এতে করে মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়ক স্বাভাবিক করতে চেষ্টা চালানো হচ্ছে।