ববি দেওলের মৃত্যুর দৃশ্য মানতে পারেননি ‘মা’

অনলাইন ডেস্ক

চলতি মাসের প্রথম দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত সিনেমা ‘অ্যানিমেল’। প্রথম সপ্তাহে শুধু ভারতেই ছবিটি আয় করেছে ৩০০ কোটি রুপির বেশি। যদিও অতিরিক্ত নৃশংসতা ও যৌন দৃশ্যের জন্য ছবিটি পছন্দ করেনি সমালোচকরা। তবে ছবিতে মুখ্য চরিত্রে রণবীর কাপুরের সঙ্গে প্রশংসিত হয়েছেন খলচরিত্রের অভিনেতা ববি দেওল।

প্রায় দুই যুগের ক্যারিয়ারে এত বড় সাফল্যের দেখা আগে কখনোই পাননি ববি। ‘সোলজার’ অভিনেতার এই প্রত্যাবর্তন নিয়ে চারদিকে যখন চর্চা হচ্ছে ঠিক তখনই সমালোচকের ভূমিকায় অবতীর্ণ হলেন অভিনেতার মা প্রকাশ কৌর। ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর ছবি দেখে ছেলেকে রীতিমতো বকেছেন! যার মূল কারণ- পর্দায় ছেলের মৃত্যুদৃশ্য।

কোনো মা-ই ছেলেকে মরতে দেখতে পছন্দ করেন না। হোক সেটা পর্দায়! এক সাক্ষাৎকারে ববি বলেন, “মা আমার মারা যাওয়ার দৃশ্যটা দেখতে পারেননি। আমাকে বলছেন, ‘এ রকম ছবি করিস না তুই, আমি দেখতে পারি না এই দৃশ্য।’ আমি তখন মাকে বোঝালাম যে আমি তো তার সামনে দাঁড়িয়ে আছি। ছবিতে তো ওটা স্রেফ অভিনয়।’’
তবে ছেলের সাফল্যে খুশি হয়েছেন মা। ববি বলেন, ‘আমার কাজ দেখে যত লোকজন মাকে ফোন করছেন তাদের সবার সঙ্গে কথা বলে মা আপ্লুত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

What do you like about this page?

0 / 400

Verified by MonsterInsights