বরিশালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশালে ৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা জেলা পর্যায়ে শীতকালীন খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।
জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমপি কমিশনার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ও জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাই সহ ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন জানান, দুই দিনব্যাপী জেলা পর্যায়ে শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতায় বরিশাল জেলার ১০টি উপজেলার প্রায় ১ হাজার প্রতিযোগি অংশ নিচ্ছে। মোট ১০টি দলীয় এবং ৩৯ টি একক ইভেন্টে খেলায় অংশগ্রহন করছেন তারা। বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বৃহস্পতিবার।