বরিশালে গুলিবিদ্ধ শিক্ষার্থীকে জামায়াতের অর্থ সহায়তা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিয়েছে মুলাদী উপজেলা জামায়াত। শনিবার মুলাদী উপজেলা জামায়াতের আয়োজনে এক মতবিনিময় সভায় শিক্ষার্থীকে সহায়তা দেয়া হয়।
মুলাদী উপজেলা জামায়াত নেতা মু. আব্দুল্লাহ আহাদ জানান, সরকারী বরিশাল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিহাদ হোসেন গত ১৯ জুলাই ঢাকার বনশ্রী এলাকায় গুলিবিদ্ধ হয়। মুলাদী উপজেলার কাজির গ্রামের বাসিন্দা মো. আতাহার মোল্লার ছেলে জিহাদ। তার পরিবারে সাথে মতবিনিময়কালে তাকে অর্থ সহায়তা তুলে দেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুলাদী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আবু ছালেহ। উপজেলা সেক্রেটারি মাওলানা মো. আব্দুল মালেকের সঞ্চালানায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি সেক্রেটারি মাওলানা মো. আব্দুল মোতালেব। আরও উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মু. আব্দুল্লাহ আহাদ, গাছুয়া ইউনিয়ন সভাপতি প্রভাষক মো. দিদারুল আহসান, উপজেলা ছাত্রশিবির সেক্রেটারী মো. সোহাগসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ।
স্বৈরাচার ও ফ্যাসিবাদকে উৎখাত করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আহত ও গুলিবিদ্ধ সদস্যদের পরিবারের পাশে জামায়াত থাকবে বলে মতবিনিময় সভায় জানিয়েছেন প্রধান অতিথি অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।