বরিশালে শতাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ভার্চুয়ালি শতাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে দেশব্যাপী ২৪টি মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন ৯৭ হাজার ৪৭১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্থর স্থাপন এবং শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে সারাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে এসব প্রকল্প উদ্বোধন করেন তিনি।

বরিশাল জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ নাথ, সংরক্ষিত আসনের এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরা, বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, মেট্রো পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, ডিআইজি মো. জামিল হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বরিশালে উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পে ভূমিহীন ও গৃহহীনদের জন্য জমিসহ ১৮ টি গৃহ নির্মাণ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলায় ৫৭টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার একাডেমি ভবন, গণপূর্ত বিভাগের মাধ্যমে ৮ টি অবকাঠামো, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে ২টি প্রকল্প, সমাজসেবা অধিদপ্তরের ১ টি প্রকল্প, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ১ টি প্রকল্প এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights