বরিশালে হারিয়ে যাওয়া ১২ মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে হারিয়ে যাওয়া ১২ টি মুঠোফোন এবং বিকাশের ভুল নম্বরে চলে যাওয়া ৩৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। সোমবার সকাল ১১টায় নগরীর বান্দ রোডের আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ে প্রকৃত মালিকদের কাছে ১২ টি মুঠোফোন ও ৩৫ হাজার ৫০০ টাকা হস্তান্তর করেন ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।
এ সময় তিনি বলেন, কারো মুঠোফোন ফোন হারিয়ে গেলে অতি দ্রুত থানায় জিডি করবেন অথবা মৌখিকভাবে এপিবিএনকে জানাবেন। সামাজিক অপরাধ হ্রাস এবং সাইবার অপরাধীদেরকে আইনের আওতায় আনতে কাজ করছে এপিবিএন। সাইবার অপরাধ, আইডি হ্যাক, ব্লাকমেইল, প্রতারণা কিংবা কোন ক্রাইমের শিকার হলে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নকে জানাতে অনুরোধ করেন তিনি।
১ বছর আগে হারিয়ে যাওয়া মুঠোফোন ফেরত পেয়ে উচ্ছ্বসিত জেলার উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের মাইনুল ইসলাম। এ জন্য এপিবিএনকে ধন্যবাদ জানান তিনি।
বরিশাল বিএম কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী মো. শান্ত বলেন, এটা অবিশ্বাস্য মনে হচ্ছে। পছন্দের মুঠোফোনটি হারিয়ে যাওয়ার পর ফেরত পাবো কোনদিন আশা করিনি। হারানো ফোন ফিরে পেয়ে আনন্দে উদ্বেলিত তিনি।
অনুষ্ঠানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান চৌধুরী, সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে, পুলিশ পরিদর্শক শাহ মোঃ ফয়সাল আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।