বরিশালে ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৯

অনলাইন ডেস্ক
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৩৯ জন।

রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতরা হলেন বরগুনার সদর উপজেলার বাসিন্দা আবিদ (১৬), পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাসিন্দা মারুফা (৩৫) ও বরিশাল বিমানবন্দর এলাকার বাসিন্দা আলেয়া বেগম (৬৭)।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৪ হাজার ৮২১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৫৯০ জন। মারা গেছেন ১০৫ জন ডেঙ্গুরোগী। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৭৫ জন, ভোলা সদর হাসপাতালে আটজন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে দশ জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে ছয়জন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১১৯, পটুয়াখালীতে ৬৭ জন, পিরোজপুরে ৭৫ জন, ভোলায় ৩৬ জন, বরগুনায় ৩০ জন ও ঝালকাঠিতে ১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। রবিবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ১১২ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights