বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার বিষয়ক সভা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বিষয়ে অংশীজনের সভা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এই সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব পরিচালক কার্যালয়।

এ উপলক্ষে এক বার্তায় সভার প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের স্বতন্ত্রভাবে দায়িত্ব পালনের দায়বদ্ধতা রয়েছে। মানসম্মত গবেষণাধর্মী উচ্চশিক্ষা নিশ্চিতকরণ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। শুদ্ধাচারের সকল কৌশল ও নিয়মকানুন সঠিকভাবে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন উপাচার্য।

এক বার্তায় বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামন ভূঁইয়া বলেন, শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে তাদের দায়িত্ব পালনে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার কৌশল বিষয়ক ফোকাল পয়েন্ট বাহাউদ্দিন গোলাপ, ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন বিষয়ক বিকল্প ফোকাল পয়েন্ট প্রকৌশলী কামরুল হাসান, অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক ফোকাল পয়েন্ট সাযযাদ উল্লাহ মো. ফয়সাল, সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক ফোকাল পয়েন্ট মশিউর রহমান এবং তথ্য অধিকার বিষয়ক ফোকাল পয়েন্ট ফয়সল মাহমুদ তাদের নিজ নিজ বিষয়গুলো উপস্থাপন করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সুপ্রভাত হালদার, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ বরিশালের সভাপতি শুভংকর চক্রবর্তী এবং এআর খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান।

অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক সুব্রত কুমার বাহাদুরের সভাপতিত্বে ও সহকারী পরিচালক আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, পরিচালক, দপ্তর প্রধান, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ অর্থ ও হিসাব শাখার কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights