বরিশাল সিটি নির্বাচন উপলক্ষে বিএমপির আইন-শৃঙ্খলা সভা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা করেছে মেট্রোপলিটন পুলিশ। রবিবার ১১টায় মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিটি করপোরেশন উপলক্ষে সকলের পারস্পরিক সহযোগিতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। জনসাধারণ যাতে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে কাজ করতে সংশ্লিস্টদের প্রতি আহবান জানান তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন, রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির, র‌্যাব-৮ কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাহমুদুল হাসান, উপ-কমিশনার জুলফিকার আলী হায়দার, মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, মো. আলী আশরাফ ভূঁঞা, এস এম তানভীর আরাফাত, খাঁন মুহাম্মদ আবু নাসের ও বি.এম আশরাফ উল্যাহ তাহের, ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মোল্লা আজাদ হোসেন সহ বিএমপি’র উধ্বর্তন কর্মকর্তা এবং জেলা আনসার-ভিডিপি ও নৌ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights