বশেমুরকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

গাজীপুর প্রতিনিধি

“বৈশ্মিক পুষ্টিতে দুধ অপরিহার্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা জমকালো আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে দুগ্ধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ (ডিভিএম) এর ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের আয়োজনে ও অ্যাভোন অ্যানিম্যাল হেল্থ বাংলাদেশের সহযোগিতায় একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে অত্র বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয় ভবনের নীচে ডিভিএম এর ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া, বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বশেমুরকৃবির প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দুধ পানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights