বাংলাদেশ ব্যাংকের দুর্বলতায় আর্থিক খাতে লুটপাট

শাহেদ আলী ইরশাদ

রাজনৈতিক প্রভাবের কারণে দুর্বল হয়ে পড়েছে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন। আর এর প্রভাবে লুটপাট হয়েছে আর্থিক খাতে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য চার দফা সুপারিশ করেছে জাতীয় টাস্কফোর্স।

বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বৃদ্ধি, নতুন ব্যাংকের লাইসেন্স প্রদান বন্ধ, দেউলিয়া আইন সংশোধনসহ চার দফা প্রস্তাবনা সংক্রান্ত একটি প্রতিবেদন সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে টাস্কফোর্সের সদস্য ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, নতুন ব্যাংকের লাইসেন্স প্রদান বন্ধ করতে হবে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) শক্তিশালী করা, দেউলিয়া আইন সংশোধন করা এবং অর্থঋণ আদালতে যেসব মামলা চলমান আছে সেগুলো বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে।

ব্যাংক খাত ছাড়াও স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নসহ বিভিন্ন ফাঁকফোকর ও সেখান থেকে উত্তরণে বিশেষ সুপারিশ করেছে টাস্কফোর্স। সরকারি সেবা পেতে দেশের মানুষকে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তা জানার জন্য সরকারি বিভিন্ন হাসপাতালে অনলাইনে মতামত গ্রহণের পদ্ধতি চালু করার সুপারিশ করা হয়েছে।

অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণে গঠিত টাস্কফোর্সের সভাপতি ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক কে এ এস মুরশিদ বলেন, একটি অনলাইন ড্যাশবোর্ড করে সরকারি হাসপাতালের সেবা সম্পর্কিত তথ্য গ্রহণ করা গেলে কর্তৃপক্ষ যেমন উপকৃত হবে তেমনি হালনাগাদ তথ্যও পাওয়া যাবে। সাধারণের অবস্থা কেমন সেটাও দেখা যাবে।

এছাড়াও দেশের বেকারত্বের হার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের বিদেশি ভাষাসহ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনশক্তি রপ্তানি বৃদ্ধির তাগিদ দেওয়া হয়েছে কমিটির সুপারিশে। একই সঙ্গে কারিগরি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নের মাধ্যমে জনশক্তি রপ্তানিতে বৈপ্লবিক পরিবর্তনের কথা বলা হয়েছে।

এ বিষয়ে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, শিক্ষার্থীদের উন্নয়নের মাধ্যমে এমন পর্যায়ে নিয়ে আসা, যাতে করে জনশক্তি রপ্তানিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। আমাদের প্রতিযোগী দেশগুলো এভাবেই এগিয়ে যাচ্ছে। জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহারের মাধ্যমে সামাজিক সুরক্ষা খাতের অনিয়মের সুযোগ বন্ধ করার তাগিদ দেওয়া হয়েছে।

এছাড়াও বাংলাদেশ বিমানের অনিয়ম খতিয়ে দেখতে বিদেশি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছে কমিটি। উন্নয়ন কৌশল পুনর্গঠন, আর্থিক ব্যবস্থাপনার ফাঁকফোকর চিহ্নিত করা এবং প্রকল্প বাস্তবায়নে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গত বছরের ১০ সেপ্টেম্বর একটি টাস্কফোর্স গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

অর্থনৈতিক উন্নয়নের কৌশল পুনর্নির্ধারণ, উদ্যোক্তাবান্ধব অর্থনৈতিক পরিবেশ তৈরি ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় সম্পদ আহরণের লক্ষ্যে একটি ন্যায্য, টেকসই ও গতিশীল অর্থনীতির ভিত তৈরি করা- এ চিন্তা-ভাবনার অংশ হিসেবে এ টাস্কফোর্স গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights